নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা সংক্রমনে এরই মধ্যে সারা দেশের সবচেয়ে ঝুকিপুর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা। বাড়তে শুরু করেছে ভয়াভহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
গত কয়েক দিনে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যায় ছিল একটু ধীর গতি। কিন্ত হঠাৎ করেই এর আক্রমন শুরু হয়েছে দ্বিগুন গতিতে।
বিগত কয়েক দিণের করোনা পরিস্থিতি পর্যালোজনা করলে দেখা যায় নারায়ণগঞ্জে গত ৫ এপ্রিল রবিবার পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১১ জন। অথচ একদিনে ৬ এপ্রিল সোমবার এর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৩ জন। নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ জন।
৬ এপ্রিল বাংলাদেশ রোগতত্ব , নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের মহাপরচালক ডা. মোঃ আবুল কালাম আজাদ করোনা বিষয়ে তাদের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১১ থেকে দ্বিগুন হয়ে বেড়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৩ জন। এদিকে ৬ এপ্রিল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ থেকে ৩১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য । ৭ এপ্রিল বোঝা যাবে এর মধ্যে কতজন আক্রান্তের খবর পাওয়া যায়।