নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকার মাসুদা প্লাজার মালিক ও ব্যবসায়ী এম এ হাসান করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরন করেছেন।
৬ এপ্রিল দিবাগত রাত ১২ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায় কয়েকদিন ধরেই তিনি ঠান্ডা, জ্বর ও কাশিতে ছিলেন।
পরে ৫ এপ্রিল রবিবার তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২ টায় মারা যান। তার নমুনা সংগ্রাহ করে পরীক্ষার জন্য কুর্মিটোলা হাসপাতাল কর্তিপক্ষ আইইডিসিআরে প্রেরন করে।
৭ এপ্রিল বিকলে নমুনা পরিক্ষার ফলাফল পজেটিভ আসে।
ব্যবসয়ী হাসানের করোনায় আক্রান্তর বিষটি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ড. মুহা¤মদ ইমতিয়াজ।
তিনি বলেন, আইইডিসিআর থেকে নিহত হাসানের করোনা পজেটিভ বলে জানানো হয়েছে। নিহত হাসানের পরিবারের সবাইকে হোম কোয়রেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে। নিহত হাসানকে রাজধানীর তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাড়িটির মধ্যে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে ও বাড়িতে কাউকে প্রবেশ ও বাহির নিষেধ করা হয়েছে ।