নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিভিল সার্জন এবং নারায়লগঞ্জ সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কারোনায় আক্রান্ত হয়েও করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে ।
তাদেরকে জাতীয় বীর উল্লেখ করে তাদের মত কর্মকর্তা নারায়ণগঞ্জে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
১১ এপ্রিল রাতে শামীম ওসমান এক ফেসবুক ভিডিওর মাধ্যমে এ আহবান জানান।
পাশাপাশি পুলিশ, র্যাব, স্বশস্ত্র বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামীম ওসমান।
এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাক্তারের করোনা চিকিৎসায় অনিহা উল্লেখ করে প্রয়োজনে পরিবর্তন করে অন্য কাউকে নিয়োগ দেওয়ার আহবান জানান।
নারায়ণগঞ্জে করোনার ভয়াবহতা তুলে ধরে অভিলম্বে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করার জন্য স্বাস্থ্য মন্ত্রালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সাইনবোর্ড এলাকায় ৯টি আইসিইউ সম্পন্ন ২৫০ বেডের হাসপাতাল অথবা পুরান কোর্ট এলাকায় চীফ জুডিশিয়াল ভবনে করোনা পরীক্ষা ল্যাব স্থাপন করা যেতে পারে। পরে শামীম ওসমান নারায়ণগঞ্জ বাসীকে করোনা মোকাবেলায় ঘরে থাকার আহবান জানান।