Follow @https://twitter.com/NBani24
নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনায় আক্রান্তের দিক থেকে দেশে ঢাকা শহরের পর সবচেয়ে ঝুকিতে আছে নারায়ণগঞ্জ জেলা। গত ৮ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনা রোগী ধরা পরলেও ৩০ মার্চ নারায়ণগঞ্জর বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবরে করোনা বিষয়ে অলোচনায় আসে নারায়লগঞ্জ।
প্রশাসনের নিবির দৃষ্টি পড়ে নারায়ণগঞ্জের দিকে। শুরু হয় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে নানা উদ্যোগ ও বাস্তবায়ন।
কিন্তু কোন ক্রমেই ঠেকানো যাচ্ছেনা করোনার আক্রমন। একের পর এক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, সাথে বহুগুন হারে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও।
কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা সে অনুপাতে বাড়ছেনা। ফলে ৩০ মার্চ থেকে ভয়াবহ রুপ ধারন করে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি। নারায়ণগঞ্জকে কখনো ক্লাস্টার কখনো ঝুকিপুর্ণ বলছে আইইডিসিআর।
সারারণ ভাবে করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন অতিবাহিত হলে করোনার ভয় কেটে যায় এমন ধারনা বিশেষজ্ঞদের। ৩০ মার্চ থেকে ১৩
এপ্রিল পর্যন্ত গত ১৪ দিনে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন মোট ১৪৪ জন। এদের মধ্যে মৃত্যু বরন করেছেন ১২ জন। এ ছাড়াও ঠান্ডা কাশিতে মারা গেছে আরও প্রায় ১২ জনের অধিক।গত ১৪ দিনে করানায় আক্রন্তের সর্বশেষ গত ৩ দিনেই আক্রান্ত হয়েছে ৬৯ জন অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ২১ জন আক্রান্ত হয়েছেন। এইহারে বাড়তে থাকলে আগামী ১৪ দিনের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে।
গত ১৪ দিনে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা অনুপাতিক হরে বৃদ্ধি না পেলে মৃতের সংখ্যা ও বেড়ে যাবে অস্বাভাবিক হারে।
এ নিয়ে গত ১৪ দিনের শঙ্কা ও ভয়ের পরে আগামী ১৪ দিনে পরিস্থিতি হতে পারে আরও ভয়ংকর।
তাই এ দুর্যোগ মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে চলা এবং প্রশাসনের নীতিমানা ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ মহল থেকে শুরু করে প্রশাসনের সকল স্তন পর্যন্ত।
এরই মধ্যে করোনার আক্রমন যেমন বাড়ছে, বাড়ছে আতঙ্ক, সেই সাথে পাল্লা দিয়ে নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি উদ্যোগে বাড়ছেকরোনা প্রতিরোধ মুলক ব্যবস্থা। সামাজিক দুরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে অইনশৃংখলা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের অন্যান্যা বিভাগ।
করোনা চিকিৎসার জন্য তৈরি করা হযেছে ১০ টি আইসিইউ সহ ৫০ শয্যার আইসোলেশন সমৃদ্ধ হাসপাতাল। করোনা পরীক্ষার নমুনাসংগ্রহ কারার কাজে এগিয়ে এসেছে দেশের একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানী।
বেকার হয়ে পরা মানুষের জন্য বাড়ানো হযেছে ত্রাণ সহায়তা। তাই আতঙ্কিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
who, why, when, how,how can , video, love, news years, bangladesh, corona, you
love , i , you, we, our,