নারায়ণগঞ্জ বাণী১৪.কমঃ সোনারগাঁয়ে করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৫ এ্রপ্রিল বুধবার দুপুরে ফেসবুকে করোনা আক্রান্ত নিয়ে গুজব ছড়ানোর দায়ে এ কারাদন্ড ্প্রদান করে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তবে জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় তাকে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
গত কয়েক দিন আগে সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার সানাউল্লাহ ছেলে করোনায় ্আক্রান্ত হয়।
কিন্তু অভিযু্ক্ত নুজরুল ইসলাম তার ফেসবুকে সানাউল্লাহ ছেলে করোনায় ্আক্রান্ত হয়নি বলে পোষ্ট করে। তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে ভাইরাল হলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্রমন আইন দন্ডবিধি ২০১৮ এর ধারায় উপরোক্ত দন্ড প্রদান করেন।
নারায়ণগঞ্জ বাণী২৪.কম এর কে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।