নারায়ণগঞ্জ বাণী ২৪ঃ বিবাহ বন্ধনে অবদ্ধ হয়ে দাম্পত্য জীবনের ১৭ বছর পর জন্ম হওয়া এক কণ্যা সন্তানের নাম রাখা হয়েছে করোনা।
১৯ এপ্রিল রবিবার ঝিনাইদহ সদর হাসপাতালে জন্ম নেওয়া শিশুর পরিবার আনন্দে নাম রাখে করোনা।
জানা গেছে, ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার এক দম্পতি কুয়েত প্রবাসী সাদিক ও সালেহা। বিবাহের দীর্ঘ ১৭ বছর পর রবিবার ঝিনাইদহ সদর হাসপাতালে তাদের কোল জুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সেখানে সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুর নাম রাখা হয়েছে করোনা। বিষয়টি ছড়িয়ে পড়ার পর হতবাক হয়েছেন অনেকেই।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। তারপরই ওই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।
শিশুর বাবা মোঃ সাদিক বলেন, এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।
করোনা