নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ করোনা মুক্ত হয়েছেন।২০ এপ্রিল দুপুরে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ নিজেই।
তিনি বলেন, গত ১৬ এপ্রিল আমার করোনা টেষ্ট করা হয় তখন আমার করোনা নেগেটিভ আসে ।এরপর নিয়ম অনুযায়ী ১৮ তারিখ ২য় বার নমুনা পরীক্ষা করা হলে সেই ফলাফলও নেগেটিভ আসায় আমি এখন পুরোপুরি করোনা মুক্ত।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে আরও ৫ থেকে ৭ দিন বিশ্রামে থাকার পর আবারও কাজে ফিরতে পারবেন বলেও জনান জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ।
এর আগে ৯ এপ্রিল তার শরীরে করোনা সংক্রামন দেখা দিলে নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে থাকেন । আইসোলেশনে থেকেও বিভিন্ন দাপ্তরিক কার্য মোবাইলের মাধ্যেমে সম্পাদন করে আসছেন সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ।