বাংলাদেশে

বাংলাদেশে এক সপ্তাহে করোনায় আক্রান্ত গড়ে প্রতিদিন ৪০৭ জন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে করোনায় সংক্রমনের সংখ্যা। যতই দিন যাচ্ছে প্রতিদিনের হিসেবে যোগ হচ্ছে অধিক হারে করোনায় সংক্রমনের সংখ্যা। শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬৮৯ জন।

এর মধ্যে গত এক সপ্তাহেই করোনায় আক্রান্তের সংখ্যা ২৮৫১ জন। গত এক সপ্তাহে যে পরিমান করোনা রোগী সনাক্ত হয়েছে বিগত দিন গুলোতে কোন সপ্তাহেই এত বেশি পরিমান করোনা রোগী সনাক্ত হয়নি।

গত ১৮ এপ্রিল বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয় ৩০৬ জন। ১৯ এপ্রিল গত ২৪ ঘন্টায় দেশে করোনা রোগী সনাক্ত হয় ৩১২ জন। ২০ এপ্রিল করোনা রোগী সনাক্ত হয় সারাদেশে ৪৯২ জন। ২১ এপ্রিল সারাদেশে করোনা রোগী সনাক্ত হয় ৪৩৪ জন। ২২ এপ্রিল সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয় ৩৯০ জন।

গত ২৩ এপ্রিল ২৪ ঘন্টায় সারাদেশে করোনা রোগী সনাক্ত হয়েছে ৪১৪ জন । ২৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে সর্বোচ্চ ৫০৩ জন করোনায় আক্রান্ত হয়। বাংলাদেশে ১ দিনে এটাই সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড। এ নিয়ে গত এক সপ্তাহে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮৫১ জন। যা গড়ে প্রায় করোনায় আক্রান্তের হার প্রতিদিন ৪০৭ জনেরও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মৃত্যুদন্ড

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের ফাসিঁর আদেশ আদালত। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের মধ্যে এজনের নাম ইউসুফ মেহেরদাদ।