নারায়ণগঞ্জ বাণী২৪ঃ আগামী ১৯ মে এর মধ্যে বাংলাদেশ হতে ৯৭ ভাগ করোনা ভাইরাস বিলিন হয়ে যাবে। ২৮ এপ্রিল সোমবার সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইনের (এসইউটিডি) ডেটা ড্রইাভেন ইনোভেসন ল্যাবের গবেষকরা এমন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে মধ্য মে, ভারতে জুলাইয়ে এবং সারা বিশ্বে ডিসেম্বরে করোনা ভাইরাস বিদায় নেওয়া শুরু করবে।
বাংলাদেশের শতকরা
গবেষকরা এ পুর্বাাভাস দিয়ে প্রকাশ করে, বাংলাদেশে এ ভাইরাসটি ৯৭ শতাংশ ১৯ মের মধ্যে এবং ৯৯ শতাংশ ৩০ মের মধ্যে বিলীন হয়ে যাবে। বাংলাদেশের শতকরা
ভাইরারসটির বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট, সব মিলিয়ে গবেষকরা পুর্বাভাস দিয়েছেন, বাংলাদেশ থেকে এ ভাইরাসটি পুরোপুরি বিদায় হতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। সারা বিশ্ব থেকে করোনা বিদায় নিতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে।