ম্যারাডোনা

ম্যারাডোনার জার্সি বিক্রায় হলো ৫৫ হাজার ইউরোতে-অর্থ পাবে ইতালির করোনায় ক্ষতিগ্রস্থরা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহামারি করোনায় মৃত্যুপূরীতে পরিনত হয়েছে ইতালি। ইতালি অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভঙ্গুর। এমন অবস্থায় ইতালির করোনায় ক্ষতিগ্রস্থদের আশার আলো দেখালো ম্যারাডোনার ১০ নাম্বার জার্সি।

ইতালির প্রাক্তন ফুটবলার সিরো ফেরেরা কাছে থাকা জার্সিটি নিলামে তোলার পর বিক্রয় হয় ৫৫ হাজার ইউরোতে। ম্যারাডোনার জার্সির বিক্রিাত অর্থ ব্যায় করা হবে ইতালির নাপোলিতে করোনার জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ।।

১৯৮৭ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বন্ধত্ব হয় ম্যারাডোনা এবং সিরো ফেরেরা মধ্যে। সেই ম্যাচে জয় পাওয়ার পর ম্যারাডোনা তার ১০ নাম্বার জার্সিটি উপহার হিসেবে দেন ইতালির প্রাক্তন ফুটবলার সিরো ফেরেরা কে।

ম্যারাডোনার দেয়া জার্সিটা জন্ত করে তুলে রেথেছিলেন  ইতালির প্রাক্তন ফুটবলার সিরো ফেরেরা

প্রায ৩ যুগ পর ইতালির অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থদের কিছুটা আলোর মুখ দেখাতে সাহয্য করবে মেরাডোনার জার্সি।

 

আরও পড়ুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শামীম ওসমান

থাইলেন্ড নয়, সপরিবারে ঢাকাতে আছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সপবারে ঢাকাতে অবস্থান করছেন শামীম ওসমান। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের