নারায়ণগঞ্জ বাণী২৪ঃ অবশেস বন্দরের সেই যূবলীগ নেতার নিয়ন্ত্রনে থাকা ১২শ বস্তা চোরাই চালের প্রমান পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে গত ২৯ এপ্রিল যুবলীগ নেতার নিয়ন্ত্রন থেকে জব্দ করা চাল চাদপুর থেকে চুরি হওয়া চালের কাগজপত্রের সাথে মিল পাওয়া গেছে। ত্রানের চাল
তবে চাদপুরে এ বিষয়ে মামলা থাকায় নতুন করে বন্দর থানায় মামলা নেওয়া হবে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
জানা যায়, চাদপুরের পুরান বাজারের নদীর ঘাট থেকে কয়েকজন ব্যাবসায়ীর ২ হাজার ১০০ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়। এ বিষয়ে থানায় মামলাও হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে চাল আটক হয়েছে এমন সংবাদে তারা বন্দর থানায় আসলে তাদের কাগজপত্রের সাথে যুবলীগ নেতা যাবেদের নিয়ন্ত্রনে থাকা জব্দ করা জালের সাথে মিল দেখতে পায় পুলিশ।
বন্দরের ধামগড় ফরির ইনচার্জ ইন্সপেক্টন ইশতিয়াক আশরাফ রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাদপদুরে জুরি হওয়া চালের চালানের তথ্যের সাথে এই চালের মিল রয়েছে। চুরি হওয়া চালই নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল মধ্যরাতে কেওঢালা এলাকায় অবস্থিত এক বন্ধ পোশাক তৈরী কারখানায় মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক যাবেদের নিয়ন্ত্রনে মজুদ রাখা অবস্থায় ১২শ বস্তা চাউল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ত্রানের চাল
আরও পড়ুন..
- শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি-ক্লিক করুন
- সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
- সারাদেশে করোনায় অক্রান্ত আক্রান্ত ৫৭১ জন