নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্ত হয়েছে সাভার এলাকায় পোশাক কারখানার ৭ পোশাক শ্রমিক। প্রথমে একজন পোশাক শ্রমিকের করোনা উপসর্গ দেখা দিলে ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন করা হয়।
শুক্রবার বিকালে তার করোনা পজেটিভ আসে। আক্রান্ত পোশাক শ্রমিক সাভারের টিয়াবাড়ী এলাকার আনোয়ার মিয়ার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বেল বাড়ী গ্রামে।
এ ঘটনা আরও ৫৪ জনের নমুনা সংগ্রাহ করে পরীক্ষার জন্য প্রেরন করার পর শুক্রবার ৭ জনের করোনা পজেটিভ আসে।
তাদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান.পোশক শ্রমিক করোনা অক্রান্তের ঘটনাটি পোশাক কারখানার কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আক্রান্তদের গ্রামের বাড়ির থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। একই সাথে আক্রান্তদের বাড়ির লোক-জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষর কথাও বলা হয়েছে।
আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..
- শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি
- সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
- সারাদেশে করোনায় অক্রান্ত আক্রান্ত ৫৭১ জন