নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সোনারগাঁয়ে ২৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। ৪ মে রাতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গোহাট্টা এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশী করে ইয়াবা উদ্ধার করে এবং পিকআপ ভ্যান জব্দ ও দুই জনকে আটক করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১৪ ব্যাটলিয়নের এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাসুদ গাজীপুর জেলার জয়দেবপুর থানার হরিনাল এলাকার বাসিন্দা এবং কামরুল ইসলাম মোল্লা খুলনা জেলার সোনাডাঙ্গা থানার গোবর চাকা এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয় রবিবার মধ্যরাতে চট্রগ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবা সহ একটি পিকআপ ঢাকার উদ্দেশ্যে আসছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ ব্যাটেলিয়ানের ভৈরব ক্যাম্প এর একটি দল রাতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা ঢাক-চট্রগ্রাম মহাসড়কে তল্লাশী অভিযান চালায়।
রাত অনুমান তিনটায় পিকাপটি চেক পোস্টের সামনে এলে থামিয়ে তল্লাশী করে ২৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং নগদ ৫ হাজার টাকা সহ দুই জনকে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা বলে জানানো হয়।