নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ঘাতকদের হাতে খুন হওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন কারীদের স্মরণে আগামী ৮ মে শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ গৃহে আলোক প্রজ্বলন কর্মসুচি পালন করবে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট।
৬ মে বুধবার নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ গন মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান। এবং শুক্রবার সন্ধ্যায় যার যার গৃহে প্রদ্বীপ প্রজ্বলনের মাধমে যুক্ত হওয়ার জন্য সাংস্কৃুতিক, রাজনৈতিক এবং সমাজকর্মীদের আহবান জানান।
বিবৃতিতে বলা হয় বাংাদেশ সহ সারা বিশ্ব এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি, প্রতিনিন অপ্রতিরোধ্য করোনা ভাইরাসে হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে ও মৃত্যুবরন করছে।
বিবৃতিতে আরও বালা হয়, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যার পর তার লাশ ৮ মার্চ উদ্ধার করা হয়। সেই বিচারের দাবীতে আমরা প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বলন কর্মসুচি পালন করে আসছে জেলা সাংস্কৃতিক জোট।
চলমান পরিস্থিতিতে দেশের মানুষ স্ব স্ব ঘরে অবস্থান করাই জরুরী কর্তব্য হয়ে দাড়িয়েছে। এমন বাস্তবতায় আগামী ৮ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ নিজ ঘরে থেকে আলোক প্রজ্বলন কর্মসুচি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।