নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন দুনীর্তি দমন কমিশননের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান। ৯ মে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ৮ মে করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রাত ৮টার দিকে খলিলুর রহমান ভর্তি হন বলে জানান করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ।
শনিবার দুপুরে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মৃত্যুবরন করেন। তিনি করোন আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হবার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ডেথ সার্টিফিকেটে উল্লেখ্য করা হয়নি তার মৃত্যুর কারন।
মৃত্যুবরনকারী খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিন সপরিবারে ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন।
এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দুনীর্তি দমন কমিশননের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।