ডা. দেবী শেঠির ২২টি

করোনা থেকে বাচঁতে আগামী ১ বছরের জন্য ডা. দেবী শেঠির ২২টি জরুরি পরামর্শ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাসের সংক্রামন থেকে নিজেকে রক্ষা করতে  ১ বছরের জন্য ২২টি জরুরি পরামর্শ দিয়েছেন ডা. দেবী শেঠি। পরামর্শগুলো মানেলে পালনে মিলবে জীবনণ

পরামর্শগুলো হল… ডা. দেবী শেঠির ২২টি

  • ১) এ বছর বাইরের খাবার খাবেন না।
  • ২) এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত করুন।
  • ৩) বিয়ে বা অন্যান্য অনুরূপ অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকুন।
  • ৪) অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না
  • ৫) এক বছর কোনো ভিড়ের জায়গায় যাবেন না।
  • ৬ ) সামাজিক দূরত্ব সম্পূর্ণরূপে অনুসরণ করুন।
  • ৭) হাচি-কাশি থেকে দূরে থাকুন।
  • ৮) মুখোশটি মুখোমুখি রাখুন।
  • ৯) বর্তমান এক সপ্তাহে খুব সাবধানতা অবলম্বন করুন।
  • ১০) চারপাশে কোনো গোলমাল হতে দেবেন না।
  • ১১) খন থেকে ৬ মাস সিনেমা হল, শপিং মল, পার্ক, পার্টি ইত্যাদি স্থানে জাবেন না।
  • ১২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
  • ১৩) নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব সাবধানতা অবলম্বন করুন।
  • ১৪) অপ্রয়োজনীয় সভাগুলি এড়িয়ে চলুন, সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখুন।
  • ১৫) শিগগিরই শেষ হচ্ছে না করোনার হুমকি।
  • ১৬) বাইরে বেরোনোর সময় বেল্ট, রিংগুলি, ঘড়ি পরবেন না।
  • ১৭)  হাতের রুমাল না নিয়ে, স্যানিটাইজার নিন।
  • ১৮)  ঘরে জুতো আনবেন না,বাহিরে রাখবেন।
  • ১৯) নিয়মিত হাত পরিষ্কার করুন।
  • ২০) যখন মনে করেন আপনি সন্দেহজনক রোগীর কাছে এসেছেন তখন পুরো গোসল করুন।
  • ২১) লকডাউন বা লকডাউন পরবর্তী ৬ মাস থেকে ১২ মাস  খুব সতর্ক থাকুন।
  • ২২) পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি ভাগাভাগি করুন।

সূত্র-ইন্টারনেট।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রূপগঞ্জে

রূপগঞ্জে হঠাৎ করে করোনার বিরূপ প্রভাব-গত ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ২১

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ হঠাৎ করেই রূপগঞ্জে বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২১ জন। এ নিয়ে ১৪ মে বৃহষ্পতিবার পর্যন্ত রূপগঞ্জে করোনায়