নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে না পেরে পরে কোন রকম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের রিমন হেসাইন ওরফে রিমন করোনায় আক্রান্ত ছিলেন না।
১২ মে মঙ্গলবার তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার নিকটাত্মীয়রা।রিমন হোসাইন ওরফে রিমন সাউদ সিদ্ধিরগঞ্জ থানার নাসিকের ৫নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকার সদ্য প্রয়াত হাজী ইয়ার হোসেেেনর পুত্র।
এর আগে গত ১০ মে রাতে রিমন অসুস্থ হলে বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকে করোনা সন্ধ্যেহে কোন হাসপাতালে ভর্তি হতে না পেরে অবশেষে পরিচিত কিছু লোকের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ১১ এপ্রিল ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে নিহত রিমনের মৃত্যুর খবর পেয়ে সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে একই দিনে মৃত্যু হয় রিমনের পিতা হাজী ইয়ার হোসেনের।
পিতা পুত্রের এই মৃত্যুর খবরে শোকের সাগরে ভেসে উঠে পুরো এলাকা। এদিকে ১২ মে মঙ্গলবার রুপগঞ্জ করোনা পরীক্ষার ল্যাব থেকে খবর আসে রিমনের করোনা পরীক্ষায় তার কোভিট-১৯ নেগেটিভ এসেছে।
অথচ পরীক্ষার আগেই করোনা সন্ধ্যেহে কোন হাসপাতালেই তাকে চিকিৎসার জন্য ভর্তি করতে চায়নি বিভিন্ন হাসপাাতাল কতৃপক্ষের। অবশেষে পিতা পুত্রের মৃত্যুর পর জানা যায় রিমন করোনায় আক্রান্ত ছিলনা।
আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..
- ২৪ ঘন্টায় রুপগঞ্জে অক্রান্ত-২৫ জন
- মঙ্গলবার নারায়ণগগঞ্জ করোনায় আক্রান্ত-৪৭
- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের মৃত্যু
- আগামী ১ বছরের জন্য ডা. দেবী শেঠির ২২টি জরুরি পরামর্শ
- নবীগঞ্জ ও বন্দর খেয়াঘাট পারাপার ফ্রি-সেলিম ওসমান