নারায়ণগঞ্জ বানী২৪ঃ বাংলাদেশের এক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা সহ পুলিশ সুপার পদমর্যাদার ৪ পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। এই বদলীর তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের নানা কারনে আলোচিত সেই পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ পিপিএম(বার), বিপিএম(বার)।
তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
১৪ মে বৃহষ্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলীর আদেশ জারী করে।
এতে ঢাকা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজউদ্দিন আহাম্মেদ কে সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলী করা হয়েছে।
এছাড়া ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান-পিপিএম কে পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারি পুলিশ মহাপরিদর্শক পদে , পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন আর রশিদ পিপিএম(বার), বিপিএম (বার) কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদে, ফরিদপুর জেলার পাুলিশ সুপার মোঃ অলিমুজ্জামান কে মেহেরপুর জেলার পুলিশ সুপার এবং মেহেরপুুর জেলার পুলিশ সুপার এস এম ম্রুাদ আলীকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিধ বিপিএম(বার), পিপিএম(বার) ২০১৮ সালে সংদস নির্বাচনের পুর্বে নারায়ণগঞ্জে যোগদান করে নানা কারনে আলোচিত সমালোচিত হলে তাকে অন্যত্র বদলী করা হয়। সর্বশেষ ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার (টিআর) হিসেবে দায়িত্ব পালনের সময় বৃহষ্পতিবার তাকে ঢাকায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।