নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশের একদল চিকিৎসক বিশ্বকে নতুন আশার আলো দেখাচ্ছেন করোনা চিকিৎসায়। তাদের গবেষনা উঠে এসেছে করোনা চিকিৎসার এক অভাবনীয় সাফল্য। তাদের আবিস্কৃত ওষুধ করোনায় আক্রান্ত রোগীরকে প্রথম ৩ দিনে ৫০ শতাংশ লক্ষণ কমে যাব এবং ৪র্থ দিনে করোনা পরীক্ষায় অসবে নেগেটিভ।
সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ ”বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের” বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম ।
অধ্যাপক ডা. তারেক আলম ও তার সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাসের গবেষণায় করোনাভাইরাসের চিকিৎসায় করেছেণ গবেষনা। তারই ফল স্বরূপ মিলেছে সাফল্য।
অধ্যাপক ডা. তারেক আলম জানান, অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা আক্রান্ত রোগীর প্রথম ৩ দিনে ৫০ ভাগ করোনা উপসর্গ কমে যাওয়া এবং ৪র্থ দিনে করোনা টেস্টে নেগেটিভ ফলাফলের সাফল্য পেয়েছি আমরা।
এটি আমাদের কাছে রীতিমতো বিস্ময়কর লেগেছো, আরও আগে যদি ওষুধ নিয়ে কাজ করতাম, তবে হয়তো অনেককে হারাতে হতো না আমাদের।
অধ্যাপক ডা. তারেক আলম আরও জনান, ইভারমেকটিন ও অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন এ দুটি ওষুধ এক সাধে কাজ করছে। মূলত এ দুইটি ওষুধ সাধারণত উকুন ও খোস পাঁচড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।
এর আগেও এই ওষুধ গুলো সার্স মহামারীর সময় ব্যবহার করা হয়েছিল। অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সম্মিলিত ব্যবহারে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অন্য দুটি ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ও রেমডিসিভিরের চেয়ে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যাবে।
আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করুন..
- রবিবার নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ২২
- প্রধানমন্ত্রীর ত্রান বিতরন করবেন জেলা প্রশাসকরা
- শোলাকিয়া ময়দানে হচ্ছেনা ইদদের জামাত
- আগামী ১ বছরের জন্য ডা. দেবী শেঠির ২২টি জরুরি পরামর্শ