করোনার সর্বশেষ

নারায়ণগঞ্জে ২২ জন করোনায় আক্রান্তের মধ্যে সিটি কর্পোরেশনেই ১৫ জন-১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকাতেই আক্রান্ত হয়েছে ১৫ জন। এ নিয়ে নাসিক এলাকায় ১৭ মে রবিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮০১ জন।

গত ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে  মৃত ব্যাক্তির নমুনা পরীক্ষর ফলাফল গত ২৪ ঘন্টায় প্রকাশ করা হলেও তার মৃত্যু এর আগে হয়েছে।  এ নিয়ে নাসিক এলাকায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৪ জন।

১৭ মে রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গত ১৬ মে পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৮৬ জন এবং মৃতের সংখ্যা ছিল ৪৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় নাসিক এলাকা থেকে ১৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে নাসিক এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১ হাজার ৫১৪ জনের।

এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৫ জন সহ নাসিক এলাকায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮০১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৪৪ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৬১ জন।

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।