নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশে ১৭ মে রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে সর্বমোট ২২ হাজার ২৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরন করেছে আরও ১৪ জন।
এ নিয়ে দেশে মৃতের সংখ্যা সর্বমোট ৩২৮ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন এবং চট্রগ্রাম বিভাগের ৫ জন।
১৭ মে রবিবার দুপুরে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা করোনা সম্পর্কিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
নাছিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮ হাজার ৫৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮ জনের এবং এ পর্যন্ত সারাদেশে করেনায় আক্রান্ত হয়েছে মোট ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরন করেছেন ৩২৮ জন। মৃতদের মধ্যে হাসপাতালে ১৩ জন এবং বাড়িতে মারা যান ১ জন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ২৫৬ জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪ হাজার ৩৭৩ জন।