নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২৭ জন। এ নিয়ে ১৮ মে সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৫৮ জন।
গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি ফলে জেলায় মৃতের সংখ্য অপরিবর্তিত ৬৩ জন। তবে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৪৯ জন। এ নিয়ে জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৭০ জন।
১৮ মে সোমবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১৭ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৩১ জন। মৃতের সংখ্যা ছিল ৬৩ জন সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৪২১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৪৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা মোট ৬ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে মোট ২৭ জনের।
জেলায় মোট করোনায় আক্রান্তদের মধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ৬জন সহ ৮০৫ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৪ জন সহ ৫৪১ জন, আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘন্টায় ০ জন সহ মোট ৫৩ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) গত ২৪ ঘন্টায় ২ জন সহ ৪১ জন, রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন স হ ১২৫ জন এবং সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায ০ জন সহ আক্রান্ত হয়েছে মোট ৯৩ জন।
আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মুত্যু বরণ করেছে ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১২ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১০ জন, আড়াইহাজার উপজেলায় কারো মৃত্যু হয়নি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ৮ জন, রুপগঞ্জ উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন, সোনারগাঁ উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৫৮জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৬৩ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৭০ জন।
Corona update Narayanganj, newsnarayanganj, live narayanganj, press narayanganj, bd-protidin,নারায়ণগঞ্জ, করোনা।