নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ২০০৭ সালে বাংলাদেশে তান্ডব চালানো সিডরের মত শক্তিশালী হতে পারে সুপার সাইক্লোন আম্ফান। বাতাসের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার এবং সাগরের ঢেউ স্বাভাবিকের চেয়ে ৫-১০ ফুটের বেশি হতে পারে। তবে আঘাত হানার পর এর শক্তি কমে যেরে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৯ মে মঙ্গলবার বেলা ১১ টায় আবহাওয়া অফিস ব্রিংিয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস আরও জানায় ঘুর্ণিঝড় আম্ফান চোখ আকৃতি ধারণ করেছে এবং উপকুলে আঘাত হানবে নিশ্চিত।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভোরে খুলনা হয়ে চট্রগ্রামে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় আম্ফান। শক্তির দিক থেকে সিডর বা ভোলা সাইক্লোনের সাথে মিল রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ গনমাধ্যমকে বলেন, এটি শক্তিশালী সিডরের মত। তবে দেখা যাচ্ছে সুন্দরবনে আঘাত হানলে এর শক্তি কমে যাবে।