নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ঘুর্ণিঝড় আম্ফানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ক্ষয়ক্ষতির আশংকায় সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।
১৮ মে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের ফেসবুক আইডির মাধ্যমে নারায়ণগঞ্জের সব এলাকার জনসাধারনকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।এক মহামারির মধ্যে আরেক দুর্যোগ তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।
প্রশাসেেনর কোন কোন দপ্তর হতে আবহাওয়া অফিসের নোটিশ সহ ফেসবুকে শেয়ার করে সতর্ক থাকার আহবান জানিয়েছন, কোন কোন দপ্তর আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাব এই এলাকায়ও পড়বে। তাই যারা চরাঞ্চালে বসবাস করে তারা নদীপথে যাতায়ত বন্ধ রাখা এবং নিকটস্থ সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহন করার অনুরোধ জানানো হয়েছে।
তাছাড়া যাদের জমিতে পাকা ধান বা অন্য কোন ফসল কিংবা মৌসুমী ফল রয়েছে সেগুলোকে দ্রæত সুরক্ষায় স্থানীয় পদ্ধতি গ্রহন করার অনুরোধ জানানো হয়েছে।
্
এদিকে ১৯ মে মঙ্গলবার বেলা ১১ টায় আবহাওয়া অফিস ব্রিংিয়ের মাধ্যম্যে জানিয়েছে ২০০৭ সালে বাংলাদেশে তান্ডব চালানো সিডরের মত শক্তিশালী হতে পারে সুপার সাইক্লোন আম্ফান। বাতাসের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার এবং সাগরের ঢেউ স্বাভাবিকের চেয়ে ৫-১০ ফুটের বেশি হতে পারে। তবে আঘাত হানার পর এর শক্তি কমে যেরে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস আরও জানায় ঘুর্ণিঝড় আম্ফান চোখ আকৃতি ধারণ করেছে এবং উপকুলে আঘাত হানবে নিশ্চিত।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভোরে খুলনা হয়ে চট্রগ্রামে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় আম্ফান। শক্তির দিক থেকে সিডর বা ভোলা সাইক্লোনের সাথে মিল রয়েছে।