নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আকৃতি পরিবর্তনের সাথে বাংলাদেশের দিকে বাক নিয়েছে সুপার সাইক্লোন আম্ফান। ‘আম্ফান” উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশের ঝুঁকি বহুলাংশে বেড়ে গেছে।১৯ মে সোমবার বহাওয়া সংস্থার স্যাটেলাইট ইমেজ এবং গতিপথ বিশ্লেষণে দেকা যায়, আম্ফান ভারতের পশ্চিমবঙ্গে মূল আঘাত করার কথা ছিরে । কিন্ত হটাৎ করেই ‘আম্ফান” উত্তর-পূর্ব দিকে মোড়ে নেয় । তাই ভারত ও বাংলাদেশে এক সাথে আঘাত আনবে সাইক্লোন ”আম্ফান”। আর এতেই বাংলাদেশের ঝুঁকি বহুলাংশে বেড়ে গেলো।
সোমবার দুপুর পর্যন্ত সাইক্লোন “আম্ফানের অবস্থান, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে। তবে ক্রমাশ এটি আগ্রসর হচ্ছে।
সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মেধ্য বাতাসের একটানা গতিবেগ রয়েছে ঘণ্টায় ২২৫ কি.মি.।
মে শেষরাত হতে ২০ মে বিকাল অথবা সন্ধ্যার মধ্যে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে।
ঝুকপূর্ণ এলাকার মধ্যে রয়েছে..
- মোংলা ও পায়রা সমুদ্রবন্দর
- সাতক্ষীরা
- খুলনা
- বাগেরহাট
- ঝালকাঠি,
- পিরোজপুর
- বরগুনা
- পটুয়াখালী
- ভোলা
- বরিশাল
- লক্ষ্মীপুর
- চাঁদপুর
- নোয়াখালী
- ফেনী,
- চট্টগ্রাম এবং তাদের অদূরর্তী দ্বীপ ও চরসমূহ