নারায়ণগঞ্জ বাণী২৪ঃফকির নীট কারখানার ১০ শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। শ্রমিকদের করোনায় আক্রান্তের ঘটনায় সেখানে পরিদর্শনে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
১৯ মে মঙ্গলবার নারায়ণগঞ্জে ফতুল্লার কায়েমপুর এলাকায় ফকির নীট ওয়্যাররের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে ফকির নীট ওয়্যারের শ্রমিকরা বেতন বোনাসের দাবীতে আন্দোলন করে আসছিল। বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোঃ ইমতিয়াজ আহাম্মেদ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম কায়েমপুর ফকির নীট ওয়্যারের গেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা তাদের গাড়ী লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে উভয়ের গাড়ি চালক আহত হয়। এ সময় সিভিল সার্জন গাড়ি নিয়ে বেড়িয়ে গেলেও জাহিদুল ইসলাম অবরুদ্ধ হয়ে পড়েন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহাম্মেদ জানান, পোশাক কারখানাটির ১০ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। তারা কেন আক্রান্ত হল , আক্রান্ত বাড়ছে কেন, স্বাস্থ্য বিধি ঠিকমত মানা হচ্ছে কিনা তা দেখার জন্য পরিদর্শনে গেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা হঠাৎ ইট পাটকেল নিক্ষেপ করে তাদের গাড়ি ভাংচুর করে। তিনি গাড়ি নিয়ে বেড়িয়ে আসতে পারলেও জাহিদুল ইসলাম আটকা পড়ে যায়।
এ বিষয়ে পুলিশ সুপার জায়েদুল আলম গনমাধ্যমকে জানান, বেতন বোনাসের দাবীতে ঐ কারখানায় শ্রমিক অসন্তোষ চলছিল। সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তা সেখানে গেলে বিক্ষুদ্ধ শ্রমিকদের সামনে পড়ে গেলে তারা হামলা ও ভাংচুর চালায়। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।