নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিধ্বংসী আম্ফান“ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের অতিক্রম শুরু করতে পরবর্তী চার ঘণ্টা সময় নেবে। ইতিমধ্যে “প্রবল ঘূর্ণিঝড় আম্ফান বর্তমানে পুরোপুরি পশ্চিমবঙ্গের দীঘা ও সাগরদ্বীপে আছড়ে পড়তে শুরু করেছে।
বর্তমানে আম্ফানের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ১৬০ থেকে ১৭০ কিলোমিটার রয়েছে বলে ভারতের আবহাওয়া অধিদফতর এক বুলেটিনে জানিয়েছে, যা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৯০ পর্যন্ত বাড়ছে।
প্রবল ঘূর্ণিঝড় আম্ফান” কে কেন্দ্র করে বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার পর এবার দেশের অভ্যন্তরেও মহাবিপদ সংকেত দেখাতে ঘোষনা করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।
বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপু, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, পাবনার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিমি অথবা তার চেয়ে বেসি গতিতে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস।