নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ঢাকার আগারগাঁওয়ে র্রাবের সাথে বন্দুক যুদ্ধে মো: করির হোসেন (৪৫) নামে এক অস্ত্রধারী নিহত হয়েছে। বন্দুক যুদ্ধে র্যারের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে র্যাব।২১ মে বৃহষ্পতিবার ভোরে রাবজথানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে র্যাব-২ এর চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন গাজীপুর জেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র সহ ১৩ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব-২ এর স্পেশাল কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী গনমাধ্যমকে জানান, শেরেবাংলা নগর থানা এলাকায় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট পরিচালনা করাকালে দুইজন লোক মটরসাইকেল যোগে আসলে চেকপোস্টের ঠিক আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন নেমে যায়। আরেকজন র্যাব সদস্যের উপর গুলি বর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে র্যাবের দুই সদস্য আহত হয়। পরে একজনকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পরে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তার পরিচয় নিশ্চিত হয় র্যাব।
ঘটনাস্থল থেকে ৩০ হাাজার পিস ইয়াবা , গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার এবং মোটর সাইকেল জন্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।