নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ৬৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ হাজার ৪০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি তবে সুস্থ হয়েছে আরও ১৫ জন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৯০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মোট ৭৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৭০৯ জন।
২৮ মে বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।
এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ ঃ জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায গত ২৪ ঘন্টায় ১৮৫ জন সহ মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫১ জনের। আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘন্টায় ১০২ জন সহ মোট ১ হাজার ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বন্দর উপজেলায় গত ২৪ ঘন্টায় ২৩ জন সহ মোট ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৯৭ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১ হাজার ৮৭০ জনের। নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৮৯ জন সহ মোট ৩ হাজার ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪৯ জন সহ মোট ৮৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ হাজার ৪০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এলাকা ভিত্তিক আক্রান্ত ঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬৫ জন সহ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৯০ জন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১৬ জন সহ ১ হাজার ৫৪ জন, আড়াই হাজার উপজেলায় মোট ১১৯ জন, বন্দর উপজেলায় ( ৫টি ইউনিয়ন) গত ২৪ ঘন্টায় ৪ জন সহ ৭২ জন, রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন সহ ২৪৪ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ২২ জন সহ ৮০৪ জন এবং সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৮ জন সহ ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে মুত্যু ঃ নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে মোট ৭৫ জন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৫১ জন, বন্দর (৫টি ইউনিয়নে) উপজেলায় ২ জন, রুপগঞ্জ উপজেলায় ১ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৬ জন এবং সোনারগাঁ উপজেলায়স ৫ জন মৃত্যু বরণ করেছে।
আক্রান্তদের মধ্যে সুস্থ ঃ জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে বিভিন্ন ভাবে চিকিৎসা গ্রহন করে সুস্থ হয়ে মোট ৭০৯ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৪২৭ জন, আড়াইহাজার উপজেলায় ৩০ জন বন্দল উপজেলায় ( ৫ টি ইউনিয়নে ) ১৩ জন, রুপগঞ্জ উপজেলায় ৮ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২১১ জন এবং সোনারগাঁ উপজেলায় মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন