নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গনপরিবহনে যাত্রীদের আসন ব্যাবস্থাপনা ও সরকার নির্ধারিত বাস ভাড় মনিটারিংয়ের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ সংক্রান্তে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ত্রুটির কারণে আর্থিক জরিমানা করা হয়।
৩রা জুন বুধবার নারায়ণগঞ্জ নির্বাহী ম্যজিষ্ট্রেট আবদুল মতিন খানের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় মোবাইলকোর্ট পরিচালিত হয়। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল মতিন খান জেলার বিভন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাস্ক পরিধান না করা, সরকার নির্ধারিত আসন ব্যাবস্থা না মানা, হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহন করা সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ ও সংক্রামক রোধ (প্রতিরোধ ও নিয়ন্ত্রন ও নির্মুল ) আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন জনকে মোবাইলকোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।