নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিশ্বে চলমান করোনা মহামারিতে আক্রান্ত কয়েক মোট জনসংখ্যার শতাংশ। কোন ভ্যাকসিন আবিস্কার না হলেও করোনায় আক্রান্তদের মধ্য সুস্থহার হার মৃত্যুর তুলনায় অনেক বেশি।
ঠিক তেমনি করোনায় আক্রান্ত হচ্ছেনা অনেকেই, করোনা রোগীর সংর্স্পশে আসার ফলেও হয়তো তারা হবেনা করোনায় আক্রান্ত।
যে কারনে বাড়ছে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ-জানতে এখানে ক্লিক করুন
বিজ্ঞানীদের এক গবেষনা বের হয়ে এসেছে এমনি এক তথ্য। হবেনা করোনা সংক্রমণ
গবেষকরা বলছেন,যারা এখনো করোনায় আক্রান্ত হয়নি এমন অনেকের শরীরে পরীক্ষা চালিয়ে পাওয়া গেছে এমন ‘টি-সেল’ যেটি করোনা ভাইরাসের সংক্রমন হতে তাকে রক্ষা করবে। করোনার বিপক্ষে কাজ করে এনটি বডি হিসেবে এই ‘টি-সেল’ ।
গবেষকরা মোট ৪০ জনের রক্তের নমুনা সংগ্রাহ করে পরীক্ষা করেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিল ২০ জন, যারা ইতিমধ্যে সুস্থ হয়েছেন সেই ‘টি-সেল’ এর কারনে। বাকি ২০ জনের রক্তের নমুন সংগ্রহ করা হয়েছিল ২০১৫-২০১৮ সালের মধ্যে। যাদের দেহে পাওয়া গেছে ‘টি-সেল’ তারা এখনো আক্রান্ত হয়নি করোনা ভাইরাসে।
কারন হিসেবে গবেষকরা বলেছেন, হয়তো এ সকল ব্যাক্তি এর আগেও এমন কোন ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃদু উপসর্গ দেখা দিলে শরীরে থাকা ‘টি-সেল’ করোনা ভাইরাস শনাক্ত করা সহ প্রতিহত করতে সক্ষম।
নারায়ণগঞ্জে কমেছে করোনা সংক্রমন-বিস্তরিত পড়তে ক্লিক করুন এখানে..
হবেনা করোনা সংক্রমণ