নারায়ণগঞ্জে আসছে বিশেষ লকডাউন

এ সপ্তাহেই নারায়ণগঞ্জে আসছে বিশেষ লকডাউন-থাকছে সর্বোচ্চ কড়াকড়ি

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা সংক্রমণ ও এর বিস্তার রোধে এ সপ্তাহেই নারায়ণগঞ্জে আসছে বিশেষ লকডাউন। দেশের চলমানা করোনা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিন্ধান্ত মোতাবেক বিশেষজ্ঞদের সাথে পরামর্শক্রমে ধারাবাহিক ভাবে অপেক্ষাকৃত বেশি আক্রান্ত এলাকা থেকে শুরু করে করোনা সংক্রমিত সব এলাকাকেই তিনটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর প্রত্যেকটি জোনে বিভক্ত এলাকায় থাকবে বিশেষ ধরনের লকডাউন।

যে কারনে বাড়ছে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ-জানতে এখানে ক্লিক করুন

এরই মধ্যে রাজধানী ঢাকায় সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এবং রবিবার থেকে রাজধানী ঢাকায় বিশেষ লকডাউন চালু হচ্ছে। দেশের স্বাস্থ্য বিভাগ থেকে গনমাধ্যমকে এমন তখ্য জানানো হয়েছে।


এর পরই বিশেষ লকডাউন আসবে সবচেয়ে ঝুকিপুর্ণ এলাকা গুলোতে । তবে বৃহষ্পতিবারের মধ্যে সারাদেশকে তিনটি জোনে ভাগ করে বিশেষ লকডাউনের আওতায় নিয়ে আসা হবে। এর মধ্যে দেশের জেলা শহরগুলোর মধ্যে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ঝুকিপুর্ণ নারায়ণগঞ্জ। সারাদেশের সাথে আগামী বৃহষ্পতিবারের মধ্যে যে কোন দিন নারায়ণগঞ্জে ঘোষণা হতে পারে বিশেষ লকডাউন।


স্বাস্থ্য মন্ত্রানালয় ও অধিদপ্তর সুত্র জানায়, প্রথম পর্যায়ে রাজধানী ঢাকাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ঢাকার যে যে এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে এবং বেশি রোগী আক্রান্ত সেসব এলাকা চিহ্নিত করার কাজ প্রায় শেষ হযেছে। এখন বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে ওই এলাকাগলো লকডাউন করে দেওয়া হবে।


এরপরই নারায়ণগঞ্জ ও গাজীপুরের যেসব এলাকায় সবচেয়ে বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে সেসব এলাকায় একই পদ্ধতিতে লকডাউন করা হবে। বিশেষ এলাকাতে লকডাউন করা হলেও এবারের লকডাউনে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে। লকডাউন করা “রেড জোন” এর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে আসার আগ পর্যন্ত কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবেনা।

 

স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা গননাধ্যমকে জানায়, ঢাকার পরে সারাদেশে এ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও দুই তিন দিন সময় লাগবে।

 

তবে বৃহষ্পতিবারের মধ্যে দেশের সব এলাকায় এমন ঘোষণা আসবে। ফলে বৃহষ্পতিবারের মধ্যে যে কোন সময় বিশেষ লকউনের ঘোষণা আসছে করোনয় ঝুঁকিপুর্ণ জেলা নারায়ণগঞ্জে।

আরও পড়ুন নিচে ক্লিক করে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*