নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পোষাশ শিল্পে কর্মকর্তাদের প্রফেশনাল কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষে HACS-এর উদ্দ্যেগে Social & Labor Convergence Program” বিষয়ের উপর প্রশিক্ষন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
২১ জানুয়ারি শুক্রবার নারায়নগঞ্জে শহরের চাষাড়ায় অবস্থিত ড্রিক এন্ড ডাইন কনভেনশন হলে এ প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলমান থাকে। প্রশিক্ষণ কার্যক্রম উদ্ভোদন করেন বাংলাদেশ এইচ আর এডমিন এন্ড সোসাইটির জেনারেল সেক্রেটারি মাহবুবুল হাসান খোকন।
এ সময় উদ্ভোধনি অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স সোসাইটির অরগানাইজেশন সেক্রেটারী জনাব এম এ মান্নান পাভেল।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, Sustainable management System (SMS) এর সিইও মো.আব্দুল আলীম।
এসময় উপস্থিত ছিলেন এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স সোসাইটির অরগানাইজেশনের অর্থ সম্পাদক বাবু কুমার সাহা দ্বীপ, সহ-সাধারণ সম্পাদ মোঃ আরিফুর রহমান সাগর, রিচার্জ অ্যান্ড ডেভলপমেন্ট সেক্রেটারিহাবিবুর রহমান, মিডিয়া পাব্লিকেশন অ্যান্ড রিলেশনশিপ সেক্রেটারি মোঃ ফয়সাল,মাহমুদুর রহমান এবং দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় স্পন্সর করেন, বিডি সাইন এন্ড সেইপির সত্বাধিকারী জানাব সাহাদাব বণিক।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রফিকুল ইসলাম প্রীতম