BKMEA

’’Social Dialogue Award-2023’ পেল বিকেএমইএ সহ বিকেএমইএ’র সদ্যভুক্ত কারখানা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ’’Social Dialogue Award-2023’ পেল বিকেএমইএ প্রতিনিধি সহ বিকেএমইএ’র সদ্যভুক্ত ২ টি পোশাক কারখানা ।

৪ঠা মার্চ রবিবার গুলসানের ‘Hotel Amari’ck  জমকালো এক অনুষ্ঠানের মাধ্যেমে বিজয়িদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

জার্মান ভিত্তিক সংস্থা GIZ এর STILE Project এর আওতায় পোশাক কারখানা গুলোতে থাকা , Anti Harassment, Safety Committee এবং Participation(PC)  কমিটি গুলোকে আরও শক্তিশালি ও দ্বায়িত্ব প্রাপ্তদের দক্ষতা বৃদ্ধি সহ উক্ত বিভাগগুলোর কার্যক্রম চলমান, ও তা মনিটরিং এর আওতয় রাখতে  প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে বিকেএমইএম, বিজিএমইএ ও লেদার ও লেদার গুড্স এসোসিয়েশেনের কর্মকর্তারা।

এরই ধারাবাহিকতায়  GIZ এর STILE Project ৩ টি এসোসিয়েশন কর্তিক ৭৫ টি করখানা অংশগ্রহন করে।  যার মধ্যে  বিকেএমইএ’র সদস্যভুক্ত পোশাক কারখানা Anti Harassment এর জন্য নিট কনর্সান লিমিটেড ও  Safety Committe ‘র জন্য আমানা নিটেক্স বিজয়ী স্বারক লাভ করে।

Anti Harassment ও   Safety Committe বিজয়ী নির্বাচিত কারখানাগুলোতে দক্ষতা বৃদ্ধি সহ উক্ত বিভাগগুলোর কার্যক্রম চলমান রাখা ও তা মনিটরিং এর আওতয় রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য বিকেএমইএ প্রধান কার্যালয়ের Social Complaince এর কর্মকর্তা সি. সহকারি সচিব মোসা. তাহমিনা হোসেন সেরা ফেসিলিটেটর হিসেবে নির্বাচিত হন।

উক্ত অনুষ্ঠানে  GIZ এর কান্ট্রি ম্যানেজার মাইকেল ও  বিকেএমইএ ’র সহ সভাপতি  ফজলে শামীম এহসান  উপস্থিত থেকে বিজয়িদের হাতে অতি মূল্যবান সার্টিফিকেট ও পুরস্কার ‍তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন